Skip to content

Open Bangla Keyboard not working on AntiX Linux [solved] #404

@sharifulbb10

Description

@sharifulbb10

AntiX Linux এ OBK(Open Bangla Keyboard) কাজ না করলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Step 1: OBK ইন্সটল করুন (antiX Linux এ কমান্ড লাইন থেকে OBK আমি ইন্সটল করতে পারি নি। OBK এর গিটহাব থেকে distro-based deb ফাইলগুলোর যে পেইজ আছে, সেখান থেকে debian 12 (এখন পর্যন্ত latest) এর deb ফাইল download দিয়ে ইন্সটল করা লাগছে), এখানে distro-based manual installation files.

Step 2: তারপর ibus set up করুন:
Start Menu -> Application -> Preference -> iBus Preference থেকে। OBK এর ওয়েবসাইট/গিটহাবে নির্দেশনা দেওয়া আছে।

Step 3: ibus gtk এবং ibus gtk3 ইন্সটল করুন Terminal থেকে:
sudo apt update
sudo apt install ibus ibus-gtk ibus-gtk3

Step 4: এবার iBus এর autostart অন করুন: Terminal এ টাইপ করুন-
geany ~/.desktop-session/startup

যে ফাইলটা চালু হবে, তার শেষে নিচের স্ক্রিপ্ট যুক্ত করে সেটা save করে দিন।

# set IBus as the input method
export GTK_IM_MODULE=ibus
export QT_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus

# launch the IBus daemon in the background
ibus-daemon --xim --daemonize

Step 5: এবার log-off করে পুনরায় log-in করলে OBK দিয়ে বাংলা লিখতে পারবেন। কিন্তু যুক্তবর্ণ লেখার সময়ে লিখতে সমস্যা হবে। এর কারণ, by-default হিসেবে যে Noto-serif ফন্ট দেওয়া থাকবে, সেটায় যুক্তবর্ণ দেখানোতে সমস্যা হয়। তাই এবার আপনাকে কিছু ফন্ট যুক্ত করতে হবে। Terminal এ নিচের command লিখে enter প্রেস করুন:

sudo apt update
sudo apt install \
fonts-beng \
fonts-beng-extra \
fonts-lohit-beng-bengali \
fonts-noto-core \
fonts-noto-ui-core

এবার আপনি প্রাণ খুলে AntiX Linux এ মাতৃভাষা বাংলায় লেখালেখি করতে পারবেন!

অতিরিক্ত: আপনার browser এ বাংলা ফন্ট দেখতে সমস্যা হলে Firefox browser এর ক্ষেত্রে Settings -> General -> Fonts -> Advanced থেকে প্রথমে Fonts for এ Bengali বাছাই করুন।

তারপর Serif, Sans-Serif এবং Monospace ফন্ট হিসেবে যথাক্রমে Noto- Sans, Lohit এবং Mukti বাছাই করুন।

তারপর Firefox restart করলে, বাংলা হরফ দেখতে সমস্যা হবে না।

Metadata

Metadata

Assignees

No one assigned

    Labels

    No labels
    No labels

    Type

    No type

    Projects

    No projects

    Milestone

    No milestone

    Relationships

    None yet

    Development

    No branches or pull requests

    Issue actions