-
Notifications
You must be signed in to change notification settings - Fork 83
Description
AntiX Linux এ OBK(Open Bangla Keyboard) কাজ না করলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
Step 1: OBK ইন্সটল করুন (antiX Linux এ কমান্ড লাইন থেকে OBK আমি ইন্সটল করতে পারি নি। OBK এর গিটহাব থেকে distro-based deb ফাইলগুলোর যে পেইজ আছে, সেখান থেকে debian 12 (এখন পর্যন্ত latest) এর deb ফাইল download দিয়ে ইন্সটল করা লাগছে), এখানে distro-based manual installation files.
Step 2: তারপর ibus set up করুন:
Start Menu -> Application -> Preference -> iBus Preference থেকে। OBK এর ওয়েবসাইট/গিটহাবে নির্দেশনা দেওয়া আছে।
Step 3: ibus gtk এবং ibus gtk3 ইন্সটল করুন Terminal থেকে:
sudo apt update
sudo apt install ibus ibus-gtk ibus-gtk3
Step 4: এবার iBus এর autostart অন করুন: Terminal এ টাইপ করুন-
geany ~/.desktop-session/startup
যে ফাইলটা চালু হবে, তার শেষে নিচের স্ক্রিপ্ট যুক্ত করে সেটা save করে দিন।
# set IBus as the input method
export GTK_IM_MODULE=ibus
export QT_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
# launch the IBus daemon in the background
ibus-daemon --xim --daemonize
Step 5: এবার log-off করে পুনরায় log-in করলে OBK দিয়ে বাংলা লিখতে পারবেন। কিন্তু যুক্তবর্ণ লেখার সময়ে লিখতে সমস্যা হবে। এর কারণ, by-default হিসেবে যে Noto-serif ফন্ট দেওয়া থাকবে, সেটায় যুক্তবর্ণ দেখানোতে সমস্যা হয়। তাই এবার আপনাকে কিছু ফন্ট যুক্ত করতে হবে। Terminal এ নিচের command লিখে enter প্রেস করুন:
sudo apt update
sudo apt install \
fonts-beng \
fonts-beng-extra \
fonts-lohit-beng-bengali \
fonts-noto-core \
fonts-noto-ui-core
এবার আপনি প্রাণ খুলে AntiX Linux এ মাতৃভাষা বাংলায় লেখালেখি করতে পারবেন!
অতিরিক্ত: আপনার browser এ বাংলা ফন্ট দেখতে সমস্যা হলে Firefox browser এর ক্ষেত্রে Settings -> General -> Fonts -> Advanced থেকে প্রথমে Fonts for এ Bengali বাছাই করুন।
তারপর Serif, Sans-Serif এবং Monospace ফন্ট হিসেবে যথাক্রমে Noto- Sans, Lohit এবং Mukti বাছাই করুন।
তারপর Firefox restart করলে, বাংলা হরফ দেখতে সমস্যা হবে না।