-
Notifications
You must be signed in to change notification settings - Fork 83
Configure on COSMIC DE
Kaif Ahmed Khan edited this page Oct 8, 2025
·
1 revision
- ভবিষ্যতে আশা করি OBK Team Fcitx ভার্সনের প্যাকেজ Release করবেন। আপাতত নিজেই প্যাকেজ compile করে নিতে হবে। এক্ষেত্রে https://github.com/asifakonjee/openbangla-script/blob/main/fcitx5.sh এই স্ক্রিপ্ট অনুযায়ী apt প্যাকেজ ম্যানেজারের জন্য সেটআপ করে compile করা যেতে পারে।
- OBK Fcitx প্যাকেজটি ইন্সটল করে COSMIC Settings > Applications > Startup Applications > Add app মেনুতে গেলে ছবির মত Fcitx 5 একটি অপশন থাকবে, Fcitx 5 এর পাশে থাকা Add বাটনে ক্লিক করুন।
- প্রথমবার Applications থেকে Fcitx 5 Configuration App সিলেক্ট করলে ছবির মত একটা উইন্ডো ওপেন হবে, প্রথমবার ওপেন করলে fcitx daemon currently not running আসলে "Run Daemon" ক্লিক করুন। এরপর ডানপাশের সার্চবক্সে "OpenBangla" টাইপ করলে OpenBangla Keyboard এর দেখতে পাওয়া যাবে, OpenBangla Keyboard সিলেক্ট করে মাঝে লাল বক্স করা বামপাশমুখি Arrow তে ক্লিক করলে OpenBangla Keyboard অপশনটি বামপাশে চলে আসবে, এবার Apply বাটনে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করলে OpenBangla Keyboard চালু হবে।

- এবার আপনার
Shellএর কনফিগার ফাইল এ এই তিন লাইন যোগ করে নিতে হবে। অধিকাংশ মানুষ Bash / ZSH ব্যাবহার করে তাদের জন্য যথাক্রমে~/.bashrcঅথবা~/.zshrcফাইল এ এই লাইন গুলো যোগ করে নিতে হবে।
XMODIFIERS=@im=fcitx
GTK_IM_MODULE=fcitx
QT_IM_MODULE=fcitx-
এবার একবার
logoutকরেloginকরুন অথবা Restart করুন। এখন থেকেOpenBangla Keyboardব্যবহার করে টাইপ করতে পারবেন। -
Layout পরিবর্তন করতে ছবির মতো Fcitx Panel Applet এ ক্লিক করে OpenBanga Keyboard সিলেক্ট করুন। এখন আপনি বাংলাতে টাইপ করতে পারবেন।



Note: Cosmic এর নিজস্ব Application যেমনঃ Cosmic Files, Cosmic Text, Cosmic Terminal etc. এগুলো এবং Electron based কিছু অ্যাপে এখনো লেখা যাবে না। আশা করি সেগুলো COSMIC Desktop সমাধান করবে।